নিয়ে নিন ”বিজয় বায়ান্ন ২০১৪ ফুল ভার্সন” বাংলা লেখার সেরা সফ্টওয়্যার-Bijoy52_2014

বাংলা টাইপিংয়ের অদ্বিতীয় সফ্টওয়ার বিজয় বায়ান্ন সম্পর্কে জানেন না এমন কাউকে হয়তো হারিকেন লাগিয়ে খুঁজলেও পাওয়া যাবেনা। আমাদের অধিকাংশই বিজয় কিবোর্ড দিয়েই বাংলা টাইপ শুরু করেছি। কিন্তু বর্তমানে তরুণ প্রজন্মের কাছে বিজয় যদিও কিছুটা ম্লান তবুও হিসাব করে দেখলে বিজয় ব্যবহার কারীরা সংখ্যায় অনেক বেশি হবে। যাহোক,আমরা যারা বিজয় ব্যবহার করি তারা অধিকাংশই বিজয়ের পুরাতন ভার্সনগুলো ব্যবহার করে থাকি। যাহোক এবার কাজের কথায় আসি। আমি আজ আপনাদের জন্য নিয়ে আসছি বিজয় বায়ান্নর সব চাইতে লেটেস্ট সংস্করণ বিজয় বায়ান্ন ২০১৪। যারা ডাউনলোড করতে চান তারা নিচের ডাউনলোড লিংকে ক্লিক করুন। Download Bijoy Bayanno 2014 | Size 19 MB
বিজয় নিয়ে কিছু কথা........ বিজয় কিবোর্ড ব্যবহার এবং ইনস্টল বিষয়ে আশা করি এর ব্যবহার কারীগন খুব ভালো জানেন তাই আমি এই বিষয়ে লিখে টিউনের আকার বাড়াতে চাই না। তবে যে কথাটি বলতে চাই সেটা হলো বর্তমান বিশ্বে মুক্ত সফ্টওয়ারের বাজারে ভালো ভালো ফ্রি সফ্টওয়ারের অভাব নেই। বিজয়ের বিকল্প হিসাবে অভ্র অনেক জনপ্রিয় একটি সফ্টওয়ার এবং এর ব্যবহার একদম ফ্রি। সেখানে বিজয় সফ্টওয়ার আমাদের কিনে ব্যবহার করতে হয়। তবে নৈতিকতার দিক থেকে যদি বলি তাহলে সফ্টওয়ারটি কিনে আমাদের মোস্তফা জব্বারের অবদানের স্বীকৃতি দেওয়া উচিৎ। তবে যারা এটা কিনে ব্যবহার করতে চান না তাদের জন্য জিপ ফাইলের ভেতরে সিডি Key দেওয়া আছে। সুতরাং নো চিন্তা ডু ফুরতি।

0 Comment "নিয়ে নিন ”বিজয় বায়ান্ন ২০১৪ ফুল ভার্সন” বাংলা লেখার সেরা সফ্টওয়্যার-Bijoy52_2014"

Post a Comment