কম্পিউটার বন্ধ করুন আগের চেয়ে দ্রুত সময়ে ।
কম্পিউটার শাটডাউন হতে অনেক সময় নিচ্ছে? আগের চেয়ে দ্রুত শাটডাউন করতে চান? নিচের পদক্ষেপগুলো অনুসরন করুন-
১. স্টার্টমেনুতে যান এবং ‘run’ চাপুন অথবা কিবোর্ডে ‘উইন্ডোজ’ ও ‘r’ একসাথে চাপুন।
২. লিখুন ‘regedit’ এবং ‘enter’ চাপুন অথবা ‘ok’ ক্লিক করুন।
৩. নেভিগেট করুন-HKEY_LOCAL_MACHINE>>>SYSTEM>>>CurrentControlSet
৪. ‘control’ ফোল্ডারটি ক্লিক করুন।
৫.’WaitToKillServiceTimeout’ সিলেক্ট করুন।
৬. রাইট ক্লিক করে ‘modify’ সিলেক্ট করুন।
৭. ভ্যালু ‘২০০০’ এর নিচে সেট করুন, সর্বনিম্ন ‘০’ পর্যন্ত।
৮. ব্যাস, এবার শাট ডাউন করে দেখুন কত দ্রুত হচ্ছে।
0 Comment "কম্পিউটার বন্ধ করুন আগের চেয়ে দ্রুত সময়ে ।"
Post a Comment