গুগল ‘হ্যাংআউটস’ দিয়ে ফ্রীতে কল করুন ।

প্রযুক্তি দুনিয়ায় অনেকদিন ধরেই শীর্ষস্থান ধরে রেখেছে গুগল। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র গুগলের নিরবিচ্ছিন্ন ‘ইউজার ফ্রেন্ডলি’ সেবার জন্য। তাছাড়া ব্যবহারকারীর সুবিধার্থে গুগলের এতো এতো ফিচার রয়েছে যার খবরও রাখেন না অনেকে। গুগলের তেমনি এক সার্ভিসের নাম ‘হ্যাংআউটস’। যারা ফোনের বিল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন, তাদের জন্যই মূলত এই সুবিধা। হ্যাংআউটসের মাধ্যমে খুব সহজেই আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে ফ্রি-তে ভিডিও কল অথবা ভয়েজ কল করতে পারবেন। শর্ত হচ্ছে শুধু অপর পাশেও গুগল ‘হ্যাংআউটস’ ডাউনলোড করা থাকতে হবে। তবে অপর পাশে হ্যাংআউটস না থাকলে সরাসরি ফোন নাম্বারেও কল করা যাবে। সেক্ষেত্রে অল্প পরিমাণে টাকা কাটা হবে। এছাড়া ফটো মেসেজ, এমএমএস, ভয়েজ মেসেজ, চ্যাট সুবিধাসহ নানান স্টিকারও ফ্রি-তে পাঠানো যাবে এই হ্যাংআউটসের মাধ্যমে। এন্ড্রয়েড স্মার্টফোন ও আইওএস এবং ডেস্কটপের জন্য হ্যাংআউটস অ্যাপসটি পাওয়া যাচ্ছে।

0 Comment "গুগল ‘হ্যাংআউটস’ দিয়ে ফ্রীতে কল করুন ।"

Post a Comment